মহম্মদ সগীর (১৪শ — ১৫শ শতাব্দী)। সুলতান গিয়াসুদ্দীন আজম শাহের (রাজত্বকাল ১৩৮৯–১৪১০) কর্মচারী ছিলেন। কাহিনী-কাব্যকে গদ্য-উপন্যাসের অগ্রদূত হিসাবে গণ্য কুরলে তাঁর রচিত ইউসুফ-জলিখা কাব্য-গ্ৰন্থটিকে বাঙালী মুসলমান-রচিত এ ধরনের প্ৰাচীনতম গ্ৰন্থ বলা যায়। পরবর্তী কালে কাহিনী-কাব্যের রচয়িতা হিসাবে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন সাবিরিদ খান (হানিফ ও ফয়রা পরী, বিদ্যাসুন্দর), দোনা গাজী (সরফুলমুলক), বাহরাম খান (লাইলী-মজনু), মুহম্মদ কবীর (মনোহর-মধুমালতী।) প্রমুখ।
পূর্ববর্তী:
« মহম্মদ রেয়াজুদ্দীন আহামদ, মুনশী
« মহম্মদ রেয়াজুদ্দীন আহামদ, মুনশী
পরবর্তী:
মহম্মদ হারিস »
মহম্মদ হারিস »
Leave a Reply