মহম্মদ রেয়াজুদ্দীন আহামদ, মুনশী (১৮৬২ — ১৯৩৩)। তিনি ‘ইসলাম-প্রচারক’ নামে একটি মাসিক-পত্রিকা কলিকাতায় তাঁর নিজস্ব ছাপাখানা ‘রিয়াজুল-ইসলাম প্রেস’ থেকে আনুমানিক ১৮৯৬ খ্রী. প্ৰকাশ করেন। ‘সোলতান’ পত্রিকার সম্পাদক ও ‘সুধাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘গ্ৰীসতুরস্ক যুদ্ধ’ (২ খণ্ড), ‘আমীরজানের ঘরকন্না’, ‘বিলাতি মুসলমান’, ‘উপদেশ রত্নাবলী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মহম্মদ মহসীন, হাজী
« মহম্মদ মহসীন, হাজী
পরবর্তী:
মহম্মদ সগীর »
মহম্মদ সগীর »
Leave a Reply