মহম্মদ বরকতউল্লাহ (১৮৯৮? — ১৯৭৪) পাবনা। প্ৰসিদ্ধ সাহিত্যিক এবং বাংলা একাডেমির সর্বপ্রথম মহাপরিচালক। তৎকালীন পাকিস্তানে তিনি মহাপরিচালক পদ না পেলেও পরিচালকের দায়িত্বভার গ্ৰহণ করেছিলেন। তাঁর রচিত ‘পারস্য প্ৰতিভা’ গ্রন্থে তিনি পারস্যের বিভিন্ন মনীষীদের জীবন-চরিত ও তাদের সাহিত্যকর্ম-সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘মানুষের ধর্ম’, ‘কারবালার পথে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মহম্মদ কুদরত-ই-খুদা, ড.
« মহম্মদ কুদরত-ই-খুদা, ড.
পরবর্তী:
মহম্মদ মহসীন, হাজী »
মহম্মদ মহসীন, হাজী »
Leave a Reply