মহম্মদ কুদরত-ই-খুদা, ড. (১৯০০ — ৩-১১-১৯৭৭) বীরভূম। রসায়নশাস্ত্রে তাঁর বিশিষ্ট অবদান ও বাংলায় কোরান অনুবাদের জন্য বিখ্যাত। ১৯২৪ খ্রী. এম.এস-সি. পরীক্ষায় কেমিষ্টিতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হন। ১৯২৬ খ্ৰী. সরকারী বৃত্তি নিয়ে লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অব সায়েন্স এন্ড টেকনলজিতে ভর্তি হন। ১৯২৯ খ্রী. ডিপ্লোমা ও বিজ্ঞানে ডক্টরেট উপাধি পান। ফিরে এসে প্রেসিডেন্সী কলেজে বিজ্ঞানে গবেষণার জন্য প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি ও স্বর্ণপদক লাভ করেন (১৯৩১)। ভারতীয় মুসলমান ছাত্রদের মধ্যে তিনিই প্ৰথম এ গৌরবের অধিকারী। প্রেসিডেন্সী কলেজে রসায়নশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন ও পরে বিভাগীয় প্রধান হন। ১৯৪৫–৪৬ খ্রী. ঐ কলেজের অধ্যক্ষপদ লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ফেলো ও সিন্ডিকেটের সদস্য ছিলেন। ইসলামিয়া কলেজেও কিছুদিন অধ্যাপনা করেছেন। দেশ-বিভাগের পর পূর্ব-পাকিস্তানের শিক্ষা-বিভাগের ডিরেক্টর হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সমিতির সদস্য হিসাবে ১৯৪৯ ও ১৯৫২ খ্রী ইউনেস্কোতে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে যোগ দেন। ১৯৪৯ খ্রী. থেকে পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তরে বৈজ্ঞানিক পরামর্শদাতার কাজ করেন এবং পাকিস্তানের বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষণা-মূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। বিদেশের কয়েকটি বিখ্যাত বিজ্ঞান সংস্থারও সদস্য ছিলেন। বিজ্ঞান ও রসায়ন-সম্পর্কে তাঁর কয়েকখানি গ্ৰন্থ আছে।
পূর্ববর্তী:
« মহম্মদ আবদুল মুকতাদির
« মহম্মদ আবদুল মুকতাদির
পরবর্তী:
মহম্মদ বরকতউল্লাহ »
মহম্মদ বরকতউল্লাহ »
Leave a Reply