মহম্মদ আনোয়ারুল আজীম (১৩-১২-১৯৩১ – ৫-৫-১৯৭১) রানীনগর-রাজশাহী। মহম্মদ আফজল। ১৯৫৩ খ্রী. রাজশাহী সরকারী কলেজ থেকে বিএ ও পরে কর্মরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম-এ পাশ করেন। ১৯৫২ খ্ৰী. পূর্ব-পাকিস্তানের ঐতিহাসিক ভাষা আন্দোলনে রাজশাহী ও ঢাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি একাধারে সাহিত্যানুরাগী, তর্কবিদ, খেলোয়াড় ও নাট্যকার ছিলেন। ১৯৬৫ খ্রী. আমেরিকা থেকে তিনি ‘শ্রমিক পরিচালনা’ বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। এককালে যুদ্ধবিভাগে যোগ দিয়ে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছিলেন। পূর্ববঙ্গের মুক্তিযুদ্ধকালে গোপালপুরের উত্তরবঙ্গ চিনির মিলের প্রশাসক তিনি কর্মরত ২০০ শ্রমিক ও কতিপয় অফিসার সহ পাক-বাহিনীর মেসিনগানের গুলিতে নিহত হন। বাঙলার স্বাধীনতা সংগ্রামের সময় যেসব বুদ্ধিজীবী পাক-হানাদারবাহিনীর দ্বারা নৃশংসভাবে নিহত হন তাদের মধ্যে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অঙ্কবিভাগের অধ্যক্ষ হাবিবুর রহমান, মনোবিজ্ঞানের অধ্যাপক আবদুল কাইয়ুম। রাজশাহী সরকারী কলেজের অঙ্কশাস্ত্রের অধ্যাপক এস এম ফজলুল হক প্রমুখ।
পূর্ববর্তী:
« মস্তান শাহ
« মস্তান শাহ
পরবর্তী:
মহম্মদ আবদুল মুকতাদির »
মহম্মদ আবদুল মুকতাদির »
Leave a Reply