মশাবাবু, সন্তোষকুমার বসু (২০-৩-১৮৯০ – ২০-৩-১৯৭০) কুমারটুলি-কলিকাতা। প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। এককালে তিনি ক্রীড়াশীর্যে ইউরোপীয় সাহেব ও পল্টন দলের কাছে শ্রদ্ধা আদায় করেছিলেন। কুমারটুলি পার্কে নিজেই ‘ইউরেকা’ নামে একটি ফুটবল ক্লাব গঠন করেন। ১৯০৭ খ্রী. থেকে ১৯২০ খ্রী কুমারটুলিতে ধারাবাহিকভাবে খেলেছেন। তাঁর ক্রীড়ানৈপুণ্যের কথা তখন প্রবাদের মত প্রচারিত হত। তখনকার দিনে ন্যাশনাল, শোভাবাজার, কুমারটুলি, মোহনবাগান এবং এরিয়ান ছিল নাম-করা বাঙালী দল। এইসমস্ত দলের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও গড়ের মাঠে ইউরোপীয় গোরা পল্টন দল এবং স্থানীয় সাহেব দলগুলির সঙ্গে উক্ত দলগুলির খেলাই ফুটবলের প্রধান আকর্ষণ ছিল। এসব খেলায় তাঁর ক্রীড়াকৌশল দর্শকদের চমক লাগাত। ক্রিকেট, হকি এবং ব্রিজ খেলায়ও তাঁর নাম ছিল। ১৯৫৬ খ্ৰী. ফুটবল খেলায় তাঁর শেষ উপস্থিতি।
পূর্ববর্তী:
« মলয় রায়চৌধুরী
« মলয় রায়চৌধুরী
পরবর্তী:
মস্তান শাহ »
মস্তান শাহ »
Leave a Reply