মলিনা দেবী (১৯১৪ – ১৩-৮-১৯৭৭)। কলিকাতায় জন্ম। ৮ বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে রঙ্গমঞ্চে যোগ দেন। ১০ বছর বয়সে ‘চাষার মেয়ে’ নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেন। নির্বক ‘শ্ৰীকান্ত’ চিত্রে ‘রাজলক্ষ্মী’র ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান। তাঁর প্রথম সবাক ছবি ‘চিরকুমার সভা’। ‘শহর থেকে দূরে’ ও ‘মানে না মানা’র পর হিন্দী বাংলা মিলিয়ে প্রায় দুশো ছবিতে অভিনয় করেছেন। ‘ঠাকুর শ্ৰীরামকৃষ্ণ’ ও ‘রাণী রাসমণি’ ছবিতে রাণী রাসমণির ভূমিকায় তাঁর অভিনয় উল্লেখযোগ্য। উভয় ছবিতেই শ্ৰীরামকৃষ্ণের ভূমিকায় ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে মলিনা-গুরুদাস জুটি খুবই জনপ্রিয় হয়। তাদের চেষ্টায় এম.জি. এন্টরপ্রাইজ গঠিত হয়। তাঁর অভিনীত অন্যান্য ছবিঃ ‘অভিজ্ঞান’, ‘বড়দিদি’, ‘সাত নম্বর বাড়ি’, ‘রামের সুমতি’, ‘বিন্দুর ছেলে’, ‘নিষ্কৃতি’ প্রভৃতি। অভিনয়ে আপাত-কঠোরতার আড়ালে অপরিসীম মেহের অভিব্যক্তি-প্রকাশে নিপুণ ছিলেন। কমেডি অভিনয়ে এবং নাচ ও গানেও তাঁর যথেষ্ট কৃতিত্ব ছিল। ১৯৫২ খ্রী গোর্কির ‘মা’ নাটকে ‘মা’-এর ভূমিকায় অনবদ্য অভিনয় করেন। সঙ্গীত নাটক আকাদেমি তাকে সম্মানিত করে। গিরিশ সংসদ তাকে ‘নাট্যসম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করে। ‘রামের সুমতি’র হিন্দী সংস্করণ ‘ছোট ভাই’-এ অভিনয় করে বিদেশী পুরস্কার অর্জন করেন। মহিলাশিল্পী-মহলের তিনি ছিলেন অন্যতম প্ৰধান উদ্যোক্তা। অভিনেত্রী সঙ্ঘ ও শিল্পী সংসদের পৃষ্ঠপোষক ছিলেন।
পূর্ববর্তী:
« মর্তুজা সৈয়দ
« মর্তুজা সৈয়দ
পরবর্তী:
মল্লিকা সেনগুপ্ত »
মল্লিকা সেনগুপ্ত »
Leave a Reply