মর্তুজা সৈয়দ। বালিয়াঘাটা-মুর্শিদাবাদ। পিতা হাসান কাদেরী। বেরিলী থেকে বাঙলায় এসে স্থায়িভাবে বসবাস করেন। এই কবি-রচিত একটি পদ ‘পদকল্পতরু’ গ্রন্থে সঙ্কলিত আছে। তাঁর রচিত রাধাকৃষ্ণলীলা-বিষয়ক প্ৰায় ২৮টি গীত পাওয়া যায়। নিখিলনাথ রায় এই ফকিরের জীবনী প্ৰকাশ করেন। মর্তুজা নামধারী এই কবির সমাধি মুর্শিদাবাদে বর্তমান।
পূর্ববর্তী:
« মরয়েম সানি হাসমত উল্লাহ্ মোজাদ্দেদ
« মরয়েম সানি হাসমত উল্লাহ্ মোজাদ্দেদ
পরবর্তী:
মলিনা দেবী »
মলিনা দেবী »
Leave a Reply