মন্মথমোহন বসু (২৬-৭-১৮৭০ — ১৯৫৯)। তিনি স্কটিশ চার্চ কলেজের বাংলা ভাষায় প্ৰথম অধ্যাপক এবং পরে এমিরিটাস প্রফেসর হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সরোজিনী স্বর্ণপদক দিয়ে ও গিরিশ লেকচারার পদে বরণ করে সম্মানিত করেন। কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালে ঐ প্রতিষ্ঠানের সাহিত্য বিভাগের প্রথম সভাপতি ছিলেন এবং বঙ্কিমচন্দ্ৰ ও তিনি প্ৰথম সম্পাদক হন। ভারতীয় সংবাদপত্ৰসেবী সঙ্ঘের একজন প্ৰতিষ্ঠাতা-সদস্য, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এবং শিয়ালদহ কোটের অনারারি ম্যাজিষ্ট্রেট ছিলেন। ম্যাজিষ্ট্রেট থাকা-কালে বাংলা ভাষায় রায় লিখে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। অভিনেতা ও সমালোচক হিসাবেও তাঁর যথেষ্ট খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« মন্মথনাথ সান্যাল
« মন্মথনাথ সান্যাল
পরবর্তী:
ময়দান মিয়া সাহেব »
ময়দান মিয়া সাহেব »
Leave a Reply