মন্মথনাথ সান্যাল (১৯০২ – ২০-২-১৯৮৩) মীর্জাপুর-টাঙ্গাইল। ময়মনসিংহ। স্বাধীনতা-সংগ্রামে অংশগ্রহণ করে কারারুদ্ধ থেকেছেন। ১৯৩৪ খ্রী. আনন্দবাজার পত্রিকায় যোগ দেন। ১৯৩৬ খ্রী. ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে রবিবাসরীয় আলোচনা বিভাগ পরিচালনা করতে থাকেন। দৈনিক সংবাদপত্রের সঙ্গে সাপ্তাহিক সাহিত্যরস পরিবেশনের এই পরিকল্পনাটি সম্পূর্ণ নূতন এবং তিনিই এর পথিকৃৎ। ১৯৭৪ খ্ৰী. অবসর গ্রহণ করেন।
পূর্ববর্তী:
« মন্মথনাথ মুখোপাধ্যায়, স্যার
« মন্মথনাথ মুখোপাধ্যায়, স্যার
পরবর্তী:
মন্মথমোহন বসু »
মন্মথমোহন বসু »
Leave a Reply