মন্মথনাথ মুখোপাধ্যায়, স্যার (২৮-১০-১৮৭৪ – ১৯৪২?) জগতী-নদীয়া। অনাদিনাথ। কলিকাতা অ্যালবার্ট কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স, প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ, ও এম.এ. এবং রিপন কলেজ থেকে আইন পাশ করেন। ঠাকুর আইন-বিষয়ক পরীক্ষায় প্রথম হয়ে স্বর্ণপদক পান। কিছুদিন সহকারী উকিল হিসাবে থেকে ১৯২৪ খ্রী. কলিকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি হন। নিরপেক্ষ বিচারকরূপে খ্যাতি অর্জন করে ১৯৩৪ খ্রী. প্রধান বিচারপতি হন এবং ১৯৩৫ খ্রী. ‘নাইট’ উপাধি পান। বিচারকরূপে তারেকশ্বর মামলার মীমাংসা ও তারকেশ্বরের সেবাকার্যের সুব্যবস্থা করেন। অবসর-গ্রহণের পর পাটনা হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করেন। একবার কিছুদিনের জন্য ভারত সরকারের আইন-সচিব হয়েছিলেন। আইন সম্পর্কে তিনি কয়েকটি গ্ৰন্থ রচনা করেন। নবদ্বীপের বঙ্গবিবুধজননী সভা তাকে ‘ন্যায়রঞ্জন’, কাশী হিন্দুধর্ম মহামণ্ডল ‘ধর্মালঙ্কার’ এবং কল্লিকাতা সংস্কৃত মহাবিদ্যালয় ‘ন্যায়াধীশ’ উপাধি প্রদান করেন।
পূর্ববর্তী:
« মন্মথনাথ ভট্টাচাৰ্য
« মন্মথনাথ ভট্টাচাৰ্য
পরবর্তী:
মন্মথনাথ সান্যাল »
মন্মথনাথ সান্যাল »
Leave a Reply