মন্মথনাথ ভট্টাচাৰ্য (১৮৬৩ — ১৯০৮) নারীট-হুগলী। পণ্ডিত মহেশচন্দ্ৰ ন্যায়রত্ন। তিনি সংস্কৃত কলেজ থেকে বি.এ. পাশ করে ‘বিদ্যারত্ন’ উপাধি পান। প্রেসিডেন্সী কলেজ থেকে গণিতে এম.এ. পাশ করেন। ১৮৮৫ খ্ৰী. কলিকাতার ডেপুটি কন্ট্রোলার হন। সরকারের হিসাব বিভাগে চাকরি নিয়ে কলিকাতা, মাদ্রাজ, রেঙ্গুন, শিলং, নাগপুর প্রভৃতি স্থানে নিযুক্ত থাকেন। ১৯০৮ খ্রী. পাঞ্জাবের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল হন। বাঙালীর মধ্যে তিনিই প্রথম এই উচ্চপদ লাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« মন্মথনাথ বন্দ্যোপাধ্যায়
« মন্মথনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
মন্মথনাথ মুখোপাধ্যায়, স্যার »
মন্মথনাথ মুখোপাধ্যায়, স্যার »
Leave a Reply