মন্মথনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৮৬ – ৯-১১-১৯৪৬) রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও শরীরবিজ্ঞানের অধ্যাপক, প্ৰসিদ্ধ মনোবিদ ও মনঃসমীক্ষক। মনোবিজ্ঞান বিষয়ে তিনিই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এম.এস-সি। ভারতীয় মনঃসমীক্ষণ সমিতি ও তৎসংলগ্ন মানসিক চিকিৎসালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক। গবেষণামূলক তাঁর বহু প্ৰবন্ধ বিদেশেও সমাদৃত হয়েছে। সংস্কৃত, দর্শন, যোগ, আয়ুৰ্বেদ প্রভৃতি শাস্ত্ৰেও পারদর্শী ছিলেন।
পূর্ববর্তী:
« মন্মথনাথ চৌধুরী, স্যার, মহারাজা
« মন্মথনাথ চৌধুরী, স্যার, মহারাজা
পরবর্তী:
মন্মথনাথ ভট্টাচাৰ্য »
মন্মথনাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply