মন্মথনাথ চৌধুরী, স্যার, মহারাজা (১২৮৬ — ১৩৪৫ ব.) সন্তোষ-ময়মনসিংহ। জমিদার দ্বারকনাথ। মাতা বিন্ধ্যবাসিনী দানশীলা ও ধর্মানুরাগী ছিলেন। প্রথম জীবনেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের শিষ্য হিসাবে রাজনীতিতে যোগ দেন। ‘বেঙ্গলী’ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ক্ৰমে কংগ্রেসের মডারেটপিন্থিগণ কংগ্রেস ত্যাগ করলে তিনিও কংগ্রেস ত্যাগ করে বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে জনসেবায় আত্মনিয়োগ করেন। বাঙলা সরকারের মন্ত্রী ও বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভাপতি ছিলেন। খেলাধুলায় অদম্য উৎসাহ ছিল। নিজেও একজন ভাল খেলোয়াড় ছিলেন। তিনিই একমাত্র ভারতীয় যিনি পরপর ছয় বার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« মন্মথনাথ চট্টোপাধ্যায়, ডাঃ
« মন্মথনাথ চট্টোপাধ্যায়, ডাঃ
পরবর্তী:
মন্মথনাথ বন্দ্যোপাধ্যায় »
মন্মথনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply