মন্মথচন্দ্র বসু মল্লিক (আশ্বিন ১২৬০ ব. — ?) কলিকাতা। জয়গোপাল। কেমব্রিজের ক্রাইস্ট কলেজ থেকে ১৮৭৫ খ্রী. ব্যারিস্টার হন। ১৮৯৯ খ্রী. একজন ইংরেজ মহিলাকে বিবাহ করে বিলাতেই বসবাস শুরু করেন। দু’বার পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। রচিত গ্রন্থ ‘Orient and Occident’, ‘Study in ldeals’, ‘impressions of a Wanderer’, ‘Problems of Existence’ প্রভৃতি। তিনি কৃষ্ণদাস পাল কর্তৃক আখ্যাত তৎকালীন ‘Immortal Ten’ বা ‘অমরদশ’-এর অন্যতম ছিলেন।
পূর্ববর্তী:
« মন্মথ গাঙ্গুলী
« মন্মথ গাঙ্গুলী
পরবর্তী:
মন্মথনাথ ঘোষ »
মন্মথনাথ ঘোষ »
Leave a Reply