মনোহর মিস্ত্রী (? — ১২৫৩ বঙ্গাব্দ)। শ্বশুর পঞ্চানন কর্মকারের কাছে ছেনিকাটা শেখেন এবং তাঁর সহযোগী হিসাবে ১৪টি বিভিন্ন বর্ণমালার টাইপ তৈরি করেন। বহু বছর শ্ৰীরামপুরের মিশনারীদের ছাপাখানায় কাজ করে চীনা, ওড়িয়া প্রভৃতি বিভিন্ন ভাষার মুদ্রাক্ষর প্রস্তুত করেছিলেন। পুত্ৰ কৃষ্ণচন্দ্ৰকেও ঐ কাজ শিক্ষা দেন এবং ১২৪২ ব. শ্ৰীরামপুরে যন্ত্রালয় স্থাপন করে বছরে বছরে পঞ্জিকা ও বাংলা-ইংরেজী নানা গ্ৰন্থ মুদ্রণ করেন।
পূর্ববর্তী:
« মনোহর দাস, আউলিয়া
« মনোহর দাস, আউলিয়া
পরবর্তী:
মন্টু বন্দ্যোপাধ্যায় »
মন্টু বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply