মনোরঞ্জন সেনগুপ্ত ১ (১৮৯৮ — ৩-১২-১৯১৫) খৈয়ারডাঙ্গা-ফরিদপুর। হলধর। যতীন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে বালেশ্বরের বুড়িবালামের যুদ্ধে (৯-৯-১৯১৫) অংশগ্রহণ করেন। পরে দলনেতার নির্দেশে আত্মসমর্পণ করে ফাঁসিতে মৃত্যুবরণ।
মনোরঞ্জন সেনগুপ্ত ২ (১২৯২ ব. — ?)। নৈহাটি থেকে এন্ট্রান্স ও বাঁকুড়া কলেজ থেকে বি.এ. পাশ করে শিক্ষকতা-বৃত্তি গ্ৰহণ করেন। কর্মরত অবস্থায় বি.টি. পড়েন। কিছুদিন সরকারী চাকরি করেছিলেন। পরে তা ছেড়ে কলিকাতার ভূতনাথ মহামায়া স্কুলে প্রধানশিক্ষকের পদে দীর্ঘদিন কাটিয়ে অবসর নেন। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯২২ থেকে ১৯৫৩ খ্রী. পর্যন্ত তাঁর সম্পাদক ছিলেন। ১৯৫৩–৫৪ খ্ৰী সমিতির সভাপতির পদ অলংকৃত করেন।
পূর্ববর্তী:
« মনোরঞ্জন সেন
« মনোরঞ্জন সেন
পরবর্তী:
মনোরমা মজুমদার »
মনোরমা মজুমদার »
Leave a Reply