মনোরঞ্জন রায় (৩-৪-১৮৯১ – ১১-১১-১৯৬৮) লৌন্দ-ময়মনসিংহ। বিশিষ্ট গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ। তিনটি বিষয়ে এম.এ. ও বি.এল. পাশ করেন। কিছুদিন শিক্ষকতা ও ওকালতি করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে নিযুক্ত হয়ে ১৯৩১–৪৬ খ্ৰী. গ্রন্থাগারিক পদে বৃত ছিলেন। দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গে চলে আসেন। ১৯৫৬ খ্রী. থেকে ৭ বছর রহড়া জেলা-গ্রন্থাগারের গ্রন্থাগারিক ছিলেন। এখানে প্রধানতঃ তাঁর চেষ্টাতেই গ্রন্থাগার-বিজ্ঞান শিক্ষণকেন্দ্র চালু হয়। তিনি কয়েকটি স্কুল ও কলেজ-পাঠ্যপুস্তক রচনা করেছেন।
পূর্ববর্তী:
« মনোরঞ্জন ভট্টাচাৰ্য, মহর্ষি
« মনোরঞ্জন ভট্টাচাৰ্য, মহর্ষি
পরবর্তী:
মনোরঞ্জন সেন »
মনোরঞ্জন সেন »
Leave a Reply