মনোরঞ্জন ভট্টাচাৰ্য ১ (১৯১০ – ১২-৮-১৯৩২) এরিকাথি-ফরিদপুর। কালীপ্রসন্ন। ১৮৯৪-১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ এবং চরমুগারিয়া মেল-ব্যাগ ডাকাতিতে অংশগ্রহণ করেন। মার্চ ১৯৩১ খ্রী. পুলিস তাঁকে গ্রেপ্তার করে। ফরিদপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়।
মনোরঞ্জন ভট্টাচাৰ্য ২ (১২-১১-১৯০৩ — ৪-২-১৯৩৯) ফরিদপুর। জেলা ম্যাজিস্ট্রেট সুসাহিত্যিক বিশ্বেশ্বর। হিন্দু স্কুল ও প্রেসিডেন্সী কলেজের কৃতী ছাত্র। অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম-এ ও পরে বি-এল পাশ করেন। কলিকাতা রিপণ কলেজের খ্যাতনামা অধ্যাপক ছিলেন। ছাত্রজীবন থেকেই নানা সাময়িক পত্রিকায় তাঁর কবিতা প্ৰকাশিত হয়। পিতৃ-প্রতিষ্ঠিত কিশোর মাসিক পত্রিকা রামধনু প্ৰকাশের (১৯২৮) সঙ্গে সঙ্গেই তিনি শিশু সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। আট বছর পত্রিকাটির সম্পাদক ছিলেন। তাঁর রচিত ছোটদের গোয়েন্দা ও রহস্য কাহিনী (যার নায়ক ছিলেন বাঙালী বনে যাওয়া এক জাপানী—’হুকাকাশি’) বাংলা শিশু সাহিত্যের এক সম্পদ। এ ছাড়াও অনেক হাসির গল্প ও স্কুল জীবনের অভিজ্ঞতা নিয়ে সরস গল্প লিখেছেন। তাঁর রচিত ‘পদ্মরাগ’, ‘ঘোষ চৌধুরীর ঘড়ি’, ‘সোনার হরিণ’, ‘হুকাকাশির গল্প’, ‘চায়ের ধোঁয়া’, ‘হাস্য রহস্য’ এবং বিশেষ করে ‘নুতন পুরাণ’ নামে হাসির গল্প সংকলনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অধ্যাপক সাহিত্যিক ক্ষিতীন্দ্রনারায়ণ তাঁর অনুজ।
পূর্ববর্তী:
« মনোরঞ্জন বেদান্ততীৰ্থ
« মনোরঞ্জন বেদান্ততীৰ্থ
পরবর্তী:
মনোরঞ্জন ভট্টাচাৰ্য, মহর্ষি »
মনোরঞ্জন ভট্টাচাৰ্য, মহর্ষি »
Leave a Reply