মনোরঞ্জন বেদান্ততীৰ্থ (১৮৯৫ — ১৯৫৮) চিংড়াখালি-খুলনা। অখিলচন্দ্ৰ ভট্টাচার্য। আদি নিবাস ফরিদপুর জেলার উনশিয়া গ্রাম। প্ৰাথমিক শিক্ষালাভের পর বরিশাল জেলাস্থ বনগা-নিবাসী পণ্ডিত রাম শাস্ত্রীর নিকট ব্যাকরণ অধ্যয়ন করে ‘ব্যাকরণতীর্থ’ উপাধি লাভ করেন। পরে কলিকাতায় এসে নানা পণ্ডিতের কাছে অধ্যয়ন করে কাব্যতীর্থ, বেদান্ততীৰ্থ ও দর্শনশাস্ত্রী উপাধি প্ৰাপ্ত হন। তারপর রাজশাহীর প্রসিদ্ধ কবিরাজ হারাণ চক্রাবতীর নিকট ও পরে কলিকাতায় শ্যামাদাস বাচস্পতির নিকট আয়ুর্বেদশাস্ত্ৰ অধ্যয়ন করে আয়ুর্বেদাচার্য ও বৈদ্যশাস্ত্রী উপাধি পান। শিক্ষা-শেষে তিনি প্ৰসন্নকুমার ইনস্টিটিউশনে অধ্যাপক নিযুক্ত হন এবং সংস্কৃত শিক্ষা-প্রসারের জন্য নিজে কলিকাতা গ্রে স্ট্রীটে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা শুরু করেন। তিনি ‘সাধক রামপ্ৰসাদ ও ভক্ত সত্যনারায়ণ শ্ৰীমানী ইনস্টিটিউশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সহ-সম্পাদক, সংস্কৃত সাহিত্য পরিষদের কার্যকরী সমিতির সদস্য, বঙ্গীয় সংস্কৃত শিক্ষা-পরিষদের পরীক্ষক এবং শ্যামাদাস বৈদ্যশাস্ত্ৰপীঠ ও পাশ্চাত্য বৈদিক সঙ্ঘের সক্রিয় সদস্য ছিলেন। আয়ুৰ্বেদ চিকিৎসাক্ষেত্রেও তাঁর প্রচুর খ্যাতি ছিল। তিনি ‘ভিষকশিরোমণি’ উপাধিপ্রাপ্ত ছিলেন। নাড়াজোল, বস্তার ও পাইকপাড়া রাজবাড়ির গৃহচিকিৎসকরূপে তাঁর প্রতিষ্ঠা বিশেষ উল্লেখযোগ্য পিতারনামে ‘অখিলচন্দ্ৰ আয়ুৰ্বেদ ভবন’ স্থাপন করে তিনি আয়ুৰ্বেদ শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন।
পূর্ববর্তী:
« মনোরঞ্জন দাস
« মনোরঞ্জন দাস
পরবর্তী:
মনোরঞ্জন ভট্টাচাৰ্য »
মনোরঞ্জন ভট্টাচাৰ্য »
Leave a Reply