মনোরঞ্জন গুহ (১৯০১ — ১৬-১২-১৯৮২) খ্যাতনামা সাংবাদিক ও গান্ধীবাদী স্বাধীনতাসংগ্রামী। হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পত্রিকার বাণিজ্য সম্পাদক ও পরে দিল্লী সংস্করণের সম্পাদক ছিলেন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজী তাকে তাঁর হরিজন পত্রিকার বাংলা সংস্করণের সম্পাদনার ভার দেন। ‘কৃষক’ দৈনিক পত্রিকারও সম্পাদনা করেন। প্রথম জীবনে ‘দি মুসলমান’ পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তিনি আচাৰ্য্য কৃপালনী প্রতিষ্ঠিত ‘ভিজিল’ পত্রিকার সম্পাদক ছিলেন। স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে বছর চারেক কারারুদ্ধ থাকেন। শান্তিনিকেতনের ছাত্র। শ্ৰীনিকেতনের গ্রামীণ সংগঠন বিভাগের পরিচালক হিসাবে কাজ করেছেন। কয়েক বছর বিশ্বভারতীর কর্মসমিতির এবং সংসদের সদস্য ছিলেন। ব্ৰহ্মানন্দ উপাধ্যায়ের জীবনী তাঁর শেষ রচিত গ্রন্থ।
পূর্ববর্তী:
« মনোরঞ্জন গুপ্ত
« মনোরঞ্জন গুপ্ত
পরবর্তী:
মনোরঞ্জন গুহঠাকুরতা »
মনোরঞ্জন গুহঠাকুরতা »
Leave a Reply