মনোমোহন সেন, ড. (২৪-৩-১৯০০ – ২-২-১৯৮০) কলিকাতা। ক্ষেত্রমোহন। প্ৰখ্যাত রসায়নবিদ ও ম্যালেরিয়ার আধুনিক চিকিৎসার অন্যতম পথিকৃৎ। আচার্য প্ৰফুল্লচন্দ্র রায়ের প্রিয় শিষ্য ও রবীন্দ্রনাথের প্রিয়জন ছিলেন। মেধাবী ছাত্র হিসাবে ‘মহারাজা মণীন্দ্ৰ বৃত্তি’, ‘নাগার্জুন স্বর্ণপদক’, ‘গ্রিফিথ মেমোরিয়াল প্রাইজ’ এবং ‘রাসবিহারী ঘোষ বৃত্তি’ লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়নে তিনিই প্ৰথম ডক্টরেট (১৯২৮)। ১৯৩৩ খ্রী. কুইনোলজিস্ট হিসাবে কাজে যোগ দেন। ১৯৪৯ খ্রী. সংস্থার ডিরেক্টর পদে উন্নীত হন। কর্মক্ষেত্র ছিল দাৰ্জিলিং জেলার মংপুতে। সেখানে সিনকোনার চাষ ও ম্যালেরিয়া নিয়ে গবেষণা করতেন। তাঁর ও তাঁর স্ত্রী সুলেখিকা মৈত্ৰেয়ী দেবীর আতিথ্যে রবীন্দ্রনাথ চারবার মংপুতে বাস করেছিলেন। কবির চিঠিপত্রে, গল্পে, কবিতায় এই দম্পতির নানা ছবি রয়েছে। অবসর গ্রহণের পর কলিকাতায় এসে বসবাসকালে নানা সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিযুক্ত রাখেন।
পূর্ববর্তী:
« মনোমোহন সেন
« মনোমোহন সেন
পরবর্তী:
মনোরঞ্জন গুপ্ত »
মনোরঞ্জন গুপ্ত »
Leave a Reply