মনোমোহন সেন (১৪-৪-১২৭২ – ১৯-১২-১৩১৯ ব) সোনারং-বিক্রমপুর, ঢাকা। কবিরাজ প্যারীমোহন। শিশু ও কিশোরদের জন্য সাহিত্য রচনায় তিনি একদা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচিত ‘খোকার দপ্তর’ (দুই ভাগ), ‘মোহনভোগ’, ‘ফুলদানী’, ‘পরিতোষ’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘বাসন্তী’ তাঁর গীতিনাট্য। তাঁর রচিত কবিতার সংগ্ৰহ ‘মণিকানন’। অভিনয়েও তাঁর বিশেষ নৈপুণ্য ছিল। ১৮৯৮ খ্রী। রবীন্দ্রনাথের ‘এবার চলিনু তবে’ কবিতাটি প্রকাশিত হলে মনোমোহন তদুত্তরে লেখেন ‘কেন এ বিদায় গান?’
পূর্ববর্তী:
« মনোমোহন ভাদুড়ী, ডাঃ
« মনোমোহন ভাদুড়ী, ডাঃ
পরবর্তী:
মনোমোহন সেন, ড. »
মনোমোহন সেন, ড. »
Leave a Reply