মনোমোহন পাঁড়ে (১২৮২ — ১৩৪২ বঙ্গাব্দ)। পণ্ডিত বীরেশ্বর। মনোমোহন বাঙলার বাইরে থেকে এসে বাঙলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। ক্লাসিক থিয়েটারের প্রতিষ্ঠাতা অভিনেতা অমরেন্দ্রনাথ দত্তকে তিনি টাকা ধার দিতেন। ধারের পরিমাণ ১২ হাজার টাকা হলে অমরেন্দ্রনাথ মিনার্ভার লিজ তাকে দিয়ে দেন। মিনার্ভা থিয়েটারে স্বত্ব লাভ করে (১৯০৪) তিনি পরের বছর থেকে মহেন্দ্র মিত্রের সহযোগিতায় ঐ থিয়েটার পরিচালনা করতে আরম্ভ করেন এবং ১৯১১ খ্রী. থেকে একাই তার পূর্ণ দায়িত্ব নেন। ১৯১২ খ্ৰী. কোহিনুর থিয়েটার কিনে ১৯১৫ খ্রী. তাঁর নাম দেন মনোমোহন থিয়েটার। ১৯১৫–২৪ খ্রী এখানে ‘কণ্ঠহার’, ‘বঙ্গে বর্গী’ প্রভৃতি জনপ্ৰিয় নাটক অভিনীত হয়েছে। বহু জনহিতকর কাজে তিনি অর্থসাহায্য করেছেন। কাশীতে ‘বীরেশ্বর ধর্মশালা’ প্রতিষ্ঠা করেন। অষ্টাঙ্গ আয়ুৰ্বেদ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
পূর্ববর্তী:
« মনোমোহন দত্ত, স্বামী
« মনোমোহন দত্ত, স্বামী
পরবর্তী:
মনোমোহন বসু »
মনোমোহন বসু »
Leave a Reply