মনোমোহন গঙ্গোপাধ্যায় (নভেম্বর ১৮৮২ – ১৩-১-১৯২৬) হালিশহর-চব্বিশ পরগনা। নগেন্দ্রনাথ। এম.এ. ও বিই, পাশ করে তিনি প্ৰথমে মার্টিন কোম্পানীতে ও পরে কলিকাতা পুরসভার নানা উচ্চপদে কর্ম করেন। পেশায় পূর্তবিদ হলেও প্রাচীন ভারতীয় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে ইংরেজী ও বাংলায় বহু গবেষণামূলক প্ৰবন্ধ ও গ্রন্থ রচনা করে বিদ্বৎসমাজে সুপ্রতিষ্ঠিত হন। কলিকাতার জাতীয় শিক্ষা-পরিষৎ, মহাবোধি সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এশিয়াটিক সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংযোগ ছিল। কলিকাতার কলেজ স্কোয়ার-এর মহাবোধি সোসাইটির ভবনটি তাঁর পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়। রচিত গ্রন্থ: ‘Swami Vivekananda: a Study’ (1907), ‘Orissa and Her Remains: Ancient and Mediaeval’ (1912), ‘Hand Book to the Sculptures in the Museum of the Bangiya Sahitya Parishad’ (1922), ‘স্থাপত্য শিল্পের ভূমিকা’, ‘উড়িষ্যার দেবদেউল’, বাংলার নবজাগরণের স্বাক্ষর’, ‘বিবেকানন্দ-জীবন ও জিজ্ঞাসা’ প্ৰভৃতি। এছাড়াও বিজ্ঞান, সাহিত্য, ভ্ৰমণ এবং মানব-বিজ্ঞান বিষয়ে তাঁর বহু মূল্যবান রচনা নানা পত্র-পত্রিকায় নিয়মিত প্ৰকাশিত হয়েছে। বেদান্ত, দর্শন এবং স্থাপত্য-বিজ্ঞানে জ্ঞান ও পাণ্ডিতের জন্য তিনি পণ্ডিত, বিদ্যারত্ন প্রভৃতি উপাধি লাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« মনোজমোহন দাস
« মনোজমোহন দাস
পরবর্তী:
মনোমোহন ঘোষ »
মনোমোহন ঘোষ »
Leave a Reply