মনোজ কাহালী (১৯০৫ — ২২-২-১৯৭১) ভোলা-বরিশাল। যোগেন্দ্ৰকুমার। বিপ্লবী যুগান্তর দলের বিশিষ্ট সভ্য। ১৯২১ খ্রী. তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। ১৯২৪ খ্রী. ঢাকা ন্যাশনাল কলেজ থেকে বি-এ পাশ করেন। ১৯৩০ খ্রী. মেছুয়াবাজার বোমার মামলায় ধৃত হন। ১৯৩৮ খ্রী. মুক্তি পান। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে পুনরায় গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হন। ১৯৪৬ খ্রী. কারামুক্তির পর গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন।
পূর্ববর্তী:
« মনীষী দে
« মনীষী দে
পরবর্তী:
মনোজমোহন দাস »
মনোজমোহন দাস »
Leave a Reply