মনতোষিণী দেবী (১৮৯৮ – ১২-৩-১৯৮৪) যশোহর। অল্প বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন। প্রাইমারি স্কুলের সামান্য চাকুরি করে জনসেবা, শিশুকল্যাণের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর চেষ্টায় কলিকাতার সাহানগর বন্তি এলাকা অঞ্চলে শিশুদের প্রতিষ্ঠান গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মহিলা আত্মরক্ষা সমিতির কর্মী হিসাবে রিলিফের কাজে নিযুক্ত হন। ক্রমে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। জনসেবার মধ্য দিয়ে সকলের ‘মাসী’ আখ্যা লাভ করেন। ১৯৪৮ খ্রী. পার্টি বে-আইনী হলে বহু পার্টি নেতা ও কর্মী আত্মগোপন অবস্থায় তাঁর তত্ত্বাবধানে থেকেছেন। পার্টি আইনী হলে আবার মহিলা সমিতি ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ পুরোপুরি শুরু করেন।
পূর্ববর্তী:
« মধুসূদন স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
« মধুসূদন স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
মনা সর্দার »
মনা সর্দার »
Leave a Reply