মধুসূদন দেব মজুমদার (২৪-১-১৯২১ – ২৯-৯-১৯৮১) কলিকাতা। পিতা দেব সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা প্ৰবোধচন্দ্ৰ। শিশু সাহিত্যিক। ‘শুকতারা’ পত্রিকার সম্পাদক। সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করেন। একটানা ৩৪ বছর ‘শুকতারা’ পত্রিকায় ছোটদের জন্য লিখেছেন। নবকল্লোল’ পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন। এই পত্রিকায় শ্ৰীদর্শক ছদ্মনামে ‘রঙ্গমঞ্চ’ বিভাগে নাট্য সমালোচনা লিখতেন। রচিত উপন্যাস : ‘যুগের হাওয়া’, ‘যবনিকার অন্তরালে’, ‘যেও না চলে’, ‘মিষ্টি ছোঁওয়া’, ‘যৌবনের বালুচরে’, ‘নকল রাজা’, ‘শ্ৰীমতী’, ‘ঝুলন’ প্রভৃতি। তাঁর নাট্যমঞ্চ-সম্পর্কে গ্ৰন্থ ‘মঞ্চ’। ‘দৃষ্টিহীন’ ছদ্মনামে উপন্যাস লিখেছেন। পঙ্কজকুমার মল্লিকের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। ‘সোনার বাংলা’, ‘অমর বীর কাহিনী প্রভৃতি রচনায় তাঁর ইতিহাস-চেতনার স্বাক্ষর মেলে।
পূর্ববর্তী:
« মধুসূদন দত্ত, মাইকেল
« মধুসূদন দত্ত, মাইকেল
পরবর্তী:
মধুসূদন সরস্বতী »
মধুসূদন সরস্বতী »
Leave a Reply