মধুসূদন দত্ত (? – ২২-৪-১৯৩০) বিদগ্ৰাম-চট্টগ্রাম। মণীন্দ্ৰকুমার। সারোয়াতলী গ্ৰাম্য স্কুলের ছাত্র রামকৃষ্ণ বিশ্বাস তাঁরই প্রেরণায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। ১৯২৪ খ্রী. থেকে নেতারা জেলে গেলে তিনি স্কুলে স্কুলে বিপ্লবের মন্ত্র প্রচার করতেন। তখন বাড়ি থেকে জোর করে তাকে জামশেদপুর পাঠালে তিনি সেখানে চাকরি করে পার্টিকে অর্থসাহায্য করেন। বাড়ি থেকে অর্থ-অলঙ্কারাদি এনে দলের হাতে দিয়েছিলেন। ১৮ এপ্রিল ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশ নেন। ২২ এপ্রিল তারিখে সংঘটিত জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বাহিনীর তিনি অন্যতম শহীদ।
পূর্ববর্তী:
« মধুসূদন চট্টোপাধ্যায়
« মধুসূদন চট্টোপাধ্যায়
পরবর্তী:
মধুসূদন দত্ত, মাইকেল »
মধুসূদন দত্ত, মাইকেল »
Leave a Reply