মধুসূদন চট্টোপাধ্যায় (১৫-৩-১৮২৪ — ১৯০৯) বড়ধামাস-বর্ধমান। শম্ভুনাথ। হিন্দু কলেজের কৃতী ছাত্র। ১৮৫৫ খ্রী. রুড়কী ইঞ্জিনীয়ারিং কলেজ থেকে ভালভাবে পাশ করে কিছুদিন সেখানে অধ্যাপনা করার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনীয়ার পদে কানপুরে যান। ১৮৫৭ খ্রী সিপাহী বিদ্রোহের সময় তিনি নিজের জীবন বিপন্ন করেও ইংরেজদের স্বাৰ্থ রক্ষা করেছেন। সরকারী কাজে উত্তর-পশ্চিম প্রদেশের বিভিন্ন স্থানে কাটান। ১৮৬৮ খ্রী সরকারী কাজ ছেড়ে নিজাম রাজ্যের সিভিল ইঞ্জিনীয়ারিং কলেজে প্ৰথমে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ও পরে প্রিন্সিপাল হন। হায়দ্রাবাদের এই কলেজ পরে উঠে গেলে তিনি সুপারিনটেন্ডিং ইঞ্জিনীয়ার পদ লাভ করেন। ১৮৯২ খ্রী. স্বামী বিবেকানন্দ হায়দ্রাবাদে এসে তাঁর বাড়িতে ছিলেন। ত্ৰিশ বছর নিজাম সরকারের কাজ করে ১৮৯৮ খ্রী. পেনসন নেন। হায়দ্রাবাদে তাঁর বহু কীর্তির মধ্যে ফালাকনামা প্যালেস, নবাব ফকির-উল-মুলুকের শৈলাবাস, চারমিনারের নবশ্রী এবং মুসী নদীর উপর প্রশান্ত সেতু উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« মধুসূদন গুপ্ত
« মধুসূদন গুপ্ত
পরবর্তী:
মধুসূদন দত্ত »
মধুসূদন দত্ত »
Leave a Reply