মধুসূদন গুপ্ত (১৮০০ – ১৫-১১-১৮৫৬) বৈদ্যাবাটী-হুগলী। বলরাম। ১৮৩৪–৩৫ খ্ৰী. কলিকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হবার পর সেখানে ডাক্তারী শিক্ষার্থীদের অ্যানাটমি শিক্ষার জন্য শব-ব্যবচ্ছেদ করার প্রয়োজন হয়। কিন্তু তখনকার সমাজের কুসংস্কারহেতু সমাজে পতিত বা একঘরে হবার ভয়ে প্ৰথম প্ৰথম কোন ছাত্রই একাজে অগ্রসর হতে রাজী হতেন না। এই সঙ্কটে ২৮১০-১৮৩৬ তারিখে তিনি শব-ব্যবচ্ছেদ করে অসম সাহসের পরিচয় দেন। এই কাজে ঐদিন মেডিক্যাল কলেজের ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত এবং নবীনচন্দ্ৰ মিত্র সাহায্য করেছিলেন। প্ৰথম মড়া-কাটা-এই বিশেষ উপলক্ষে সেদিন কেল্লা থেকে তোপধ্বনি করে তাকে অভিনন্দিত করা হয়েছিল। সংস্কৃত কলেজের বৈদ্যাকশ্রেণীর ছাত্র থাকা সত্ত্বেও তিনি ১৮৩০ খ্রী. খুন্দিরাম বিশারদের স্থলে অধ্যাপক নিযুক্ত হলে ছাত্রদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কলিকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে ১৮৩৫ খ্রী. সংস্কৃত কলেজের বৈদ্যক শ্রেণী লোপ পায় ও তিনি মেডিক্যাল কলেজের সহকারী শিক্ষক নিযুক্ত হন। মেডিক্যাল কলেজের ছাত্রদের সঙ্গে শিক্ষক মধুসূদন পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন এবং কলেজের শেষ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন (১৮৪০)। ১৮৪৫ খ্ৰী. মেডিক্যাল কলেজের হিন্দুস্থানী ক্লাশের সুপারিন্টেন্ডেন্ট এবং ১৮৪৮ খ্ৰী. প্ৰথম শ্রেণীর সাব-অ্যাসিস্ট্যান্ট সার্জেন পদ লাভ করেন। ১৮৫২ খ্রী কলেজে বাংলা ক্লাশ খোলা হলে তিনি তাঁরও সুপারিন্টেন্ডেন্ট নিযুক্ত হন। তাঁর বাংলায় অনূদিত গ্ৰন্থ : ‘লন্ডন ফার্মাকোপিয়া’ ও ‘এনাটোমী অর্থাৎ শারীরবিদ্যা’। এছাড়া তিনি হুপারের ‘Anatomist vade-mecum’ গ্রন্থটি সংস্কৃত ভাষায় অনুবাদ করেন। তাঁর এক পুত্ৰ গোপালচন্দ্ৰ মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রদলের অন্যতম।
পূর্ববর্তী:
« মধুসূদন কিন্নর
« মধুসূদন কিন্নর
পরবর্তী:
মধুসূদন চট্টোপাধ্যায় »
মধুসূদন চট্টোপাধ্যায় »
Leave a Reply