মধুসূদন কিন্নর (১২২০ – ১২৭৫ ব.) উলুসিয়া-যশোহর। তিলকচন্দ্ৰ। মধুকান নামে সমধিক প্ৰসিদ্ধ। ঢপ গানের কবি ও গায়ক। লেখাপড়া বিশেষ করতে পারেন নি। কিন্তু তাঁর রচিত গানে শুধু সংস্কৃতমূলক শব্দবিন্যাসই নয়, উৎকৃষ্ট উপমা এবং অনুপ্রাস-যমকের প্রাচুর্য রয়েছে। তিনি মুখে মুখে গীত রচনা করতেন, অন্যে লিখতেন। প্রথমদিকে রচিত তাঁর কালোয়াতি গান বিশেষ খ্যাতি পায় নি। ঢাকায় ছোট খাঁ এবং বড় খাঁর কাছে রাগ-রাগিণী ও খেয়াল এবং যশোহর রায় খাদিয়ার রাধামোহন বাউলের কাছে ঢপ গান শেখেন। তাঁর রচিত গানগুলি নিয়ে ১২৯৮ ব• . প্রসন্নকুমার দত্ত ‘অক্রূর সংবাদ’, ‘কলঙ্কভঞ্জন’, ‘মাথুর’ ও ‘প্ৰভাস’ নামে চারটি পালাগ্রন্থ প্ৰকাশ করেন। তাঁর নিজের পালাগানের দল ছিল। গানের শেষে তিনি ভণিতা দিতেন ‘সূদন’। ঢপ ছাড়া তাঁর অন্য গানও প্রচলিত ছিল।
পূর্ববর্তী:
« মধু শীল
« মধু শীল
পরবর্তী:
মধুসূদন গুপ্ত »
মধুসূদন গুপ্ত »
Leave a Reply