মধু শীল (১৯০১? — ৩-৪-১৯৬৯)। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার কৃতী ছাত্র। ১৯৩১ খ্রী. প্ৰথম ভারতীয় হিসাবে সবাক চিত্ৰযন্ত্র স্থাপন করেন। ১৯৩৪ খ্রী. ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিজ সংস্থায় যোগ দেন। ১৯৩৬ খ্রী. নিজস্ব পদ্ধতিতে ‘মুক্তিস্নান’ চিত্রে রি-রেকর্ডিং এবং প্লে-ব্যাক পদ্ধতির উন্নতি করেন। তিনি ডাবিং-এ ব্যবহারের উপযোগী ‘স্ত্রীপটোগ্রাফ’ যন্ত্রের আবিষ্কারক। ১৯৫২ খ্রী. ‘ব্রিটিশ ইনস্টিটিউট অফ রেডিও ইঞ্জিনীয়ার্স’ সংস্থার ফেলো হন।
পূর্ববর্তী:
« মধু বসু
« মধু বসু
পরবর্তী:
মধুসূদন কিন্নর »
মধুসূদন কিন্নর »
Leave a Reply