মতিলাল মল্লিক (১৯১২ – ১৫-১২-১৯৩৪) দেওভোগ-ঢাকা। গুপ্ত বিপ্লবী দলের সদস্য ছিলেন। ১০ এপ্রিল ১৯৩৪ খ্রী. অস্ত্ৰ সংগ্রহ করে ফেরার সময় গ্রামবাসীদের কাছে ধরা পড়েন। পুলিস স্বীকারোক্তি আদায়ের জন্য ও সঙ্গীদের নাম জানার চেষ্টায় তাঁর ওপর অমানুষিক অত্যাচার করে ব্যর্থ হয়। ঢাকা সেন্ট্রাল জেলে তিনি ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« মতিলাল বসু
« মতিলাল বসু
পরবর্তী:
মতিলাল রায় »
মতিলাল রায় »
Leave a Reply