মতিলাল বসু। হরিনাভি-চব্বিশ পরগনা। তাঁর সার্কাস দল ১৯০৪–০৫ খ্রী. কলিকাতা ও ভারতের অন্যান্য শহরে ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। তাঁরই উৎসাহে হরিকুমার চক্রবর্তী, সাতকড়ি ব্যানার্জী, নরেন্দ্রনাথ ভট্টাচার্য (এম.এন রায়) প্রমুখ যুবকরা চিংড়িপোতা (স্বাস্থ্য) কেন্দ্র গড়ে তোলেন। সেখানে তিনি কুস্তি ও প্রতিরোধাত্মক ব্যায়াম শিক্ষা পরিচালনা করেন। এই আখড়ার অনেকেই বিপ্লবাত্মক কার্যে লিপ্ত হয়ে বিনা বিচারে কারারুদ্ধ হয়েছেন।
পূর্ববর্তী:
« মতিলাল দাস, ড.
« মতিলাল দাস, ড.
পরবর্তী:
মতিলাল মল্লিক »
মতিলাল মল্লিক »
Leave a Reply