মতিলাল দাস, ড. (১৮৯৯ – ২১-১-১৯৭১) দৈবজ্জহাটি-খুলনা। ১৯২৬ খ্রী. বাগেরহাট কলেজে ইংরেজীর অধ্যাপক হন। ১৯২৯ খ্রী. বরিশালে জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন এবং ১৯৩৮ খ্রী. হুগলী যান। ১৯৪৫ খ্রী. ঢাকার সাবিজজ হন ও ঐ বছর পি-এইচডি উপাধি পান। ১৯৫৫ খ্রী. অবসর নেন। ভারত সংস্কৃতি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। ভারত সংস্কৃতি প্রচারের জন্য ১৯৩৬ খ্রী. ইউরোপ ও ১৯৫৬ খ্রী. আমেরিকা যান। এছাড়াও পেন অ্যান্ড থিওসিফিক্যাল সোসাইটির সদস্য এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ, রবিবাসর ও রামকৃষ্ণ ইনস্টিটিউটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘বৈষ্ণব পদাবলী’ ও ‘ঋগবেদে’র অনুবাদ।
পূর্ববর্তী:
« মতিলাল ঘোষ
« মতিলাল ঘোষ
পরবর্তী:
মতিলাল বসু »
মতিলাল বসু »
Leave a Reply