মতিলাল ঘোষ (২৮-১০-১৮৪৭ – ৫-৯-১৯২২) পালুয়ামাণ্ডুরা (বর্তমান অমৃতবাজার)—যশোহর। হরিনারায়ণ। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে প্ৰবেশিকা পাশ করেন। ১৮৬৩ খ্রী. খুলনার পিলগঞ্জ গ্রামের উচ্চ ইংরেজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। ১৮৬৮ খ্রী. অগ্রজ শিশিরকুমারের সঙ্গে নিজগ্রামে বাংলা সাপ্তাহিক ‘অমৃতবাজার পত্রিকা’ প্রতিষ্ঠা করেন। ঐ পত্রিকায় অত্যাচারী বড়লোক ও সরকারী চাকুরিয়াদের সমালোচনাও করা হত। ১৮৭১ খ্রী. কলিকাতা থেকে বাংলা ও ইংরেজী দুই ভাষায় পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। ১৮৭৬ খ্রী. ভার্নাকুলার প্রেস অ্যাক্টের জন্য বাংলা সংস্করণটি বন্ধ করতে বাধ্য হলেও ইংরেজী সংস্করণ চলতে থাকে। ১৯১১ খ্রী. অগ্রজের মৃত্যুর পর পত্রিকাটির একমাত্র সম্পাদক হন। সম্পাদক ও সাংবাদিক হিসাবে নির্ভীক ও নিরপেক্ষ ছিলেন। কাশ্মীররাজ প্ৰতাপ সিং-এর সিংহাসনচ্যুতির বিষয়ে সমালোচনা করে তিনি রাজাকে স্বপদে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেন। ‘বিবাহে সম্মতিদান’ বিলের বিরুদ্ধে আন্দোলন করে ‘অমৃতবাজার পত্রিকা’কে দৈনিকে পরিণত করেন (১৯-২-১৮৯১)। ১৮৮৬ খ্রী. থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সব কটি প্রধান অধিবেশনে অংশগ্ৰহণ করেন এবং ১৯০৭ খ্রী. মডারেট দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে চরমপন্থীদের মতাবলম্বী হন। বঙ্গীয় রাষ্ট্ৰীয় সম্মেলনের নাটোর (১৮৯৭), মেদিনীপুর (১৯০১) এবং বরিশাল (১৯০৬) অধিবেশনে একজন প্ৰধান নেতারূপে কাজ করেন।
পূর্ববর্তী:
« মতিলাল কানুনগো
« মতিলাল কানুনগো
পরবর্তী:
মতিলাল দাস, ড. »
মতিলাল দাস, ড. »
Leave a Reply