মণীন্দ্রভূষণ সিংহ (১৮৮৭ — ১৯৫১) ভাদুল-বাঁকুড়া। পিতারকর্মস্থল বিহারে জন্ম। পাটনার কৃতী ছাত্র। ইংরাজী সাহিত্যে প্রথম শ্রেণীর এম.এ.। বিহার সরকারের পদস্থ কর্মচারী। অসহযোগ আন্দোলনে চাকরি ছেড়ে বিহারের স্বাধীনতাসংগ্ৰামীদের সঙ্গে কারাবরণ করেন। মুক্তির পর বাঁকুড়ায় ফিরে আনিলবরণ রায় এবং গোবিন্দপ্ৰসাদ সিংহের সঙ্গে কংগ্রেসের কাজে নিযুক্ত হন। স্বরাজ্য পার্টির প্রতিনিধিরূপে বাঙলার ব্যবস্থাপক সভার প্রতিনিধি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, ‘ভারত-ছাড়’ আন্দোলনে নেতৃস্থানীয় ছিলেন।
পূর্ববর্তী:
« মণীন্দ্রভূষণ গুপ্ত
« মণীন্দ্রভূষণ গুপ্ত
পরবর্তী:
মণীন্দ্রমোহন ঘটক »
মণীন্দ্রমোহন ঘটক »
Leave a Reply