মণীন্দ্রনাথ শেঠ (? – ১৬-১-১৯১৮) রংপুর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ. পরীক্ষায় স্বর্ণপদক প্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের অঙ্কপরীক্ষক এবং দৌলতপুর অ্যাকাডেমির উপাধ্যক্ষ ছিলেন। রংপুর কলেজ খোলা হলে সীনিয়র অধ্যাপকের পদ পান। কিন্তু পুলিসের গোপন রিপোর্টের ভিত্তিতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক তিনি জুন ১৯১৭ খ্রী. কর্মচ্যুত হন। ছোট ভাই অন্তরীণাবদ্ধ ছিলেন। বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ থাকায় ২৮ আগস্ট ১৯১৭ খ্রী. তিনিও গ্রেপ্তার হন। প্রেসিডেন্সী জেলে তিনি মারা যান।
পূর্ববর্তী:
« মণিশংকর মুখোপাধ্যায়
« মণিশংকর মুখোপাধ্যায়
পরবর্তী:
মণীন্দ্রনাথ সেন »
মণীন্দ্রনাথ সেন »
Leave a Reply