মণীন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (? – ২০-৬-১৯৩৪) বারাণসী-উত্তরপ্রদেশ। তারাচরণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করেন ও বিপ্লবী দলের সভ্য হন। মাতুল জে. এন ব্যানার্জী-ডেপুটি সুপারিন্টেডেন্ট অফ পুলিশ—কাকোরী ষড়যন্ত্র মামলার তদন্ত করার কাজে নিযুক্ত হলে মণীন্দ্রনাথ তাকে ২১-১-১৯৩২ খ্ৰী. গুলিবিদ্ধ করে আহত করেন। ফলে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ফতেগড় সেন্ট্রাল জেলে পুলিসের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ৬৬ দিন অনশন ধর্মঘট করে তিনি মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« মণীন্দ্ৰনাথ নায়েক
« মণীন্দ্ৰনাথ নায়েক
পরবর্তী:
মণীশ ঘটক »
মণীশ ঘটক »
Leave a Reply