মণীন্দ্ৰনাথ দে, ডাঃ (১৮৯৩ — ৩০-৮-১৯৭৪) শিবানন্দবাটি-হাওড়া। মহাদেবচন্দ্ৰ। কলিকাতা মেডিক্যাল কলেজের এম, বি (১৯১৮) এবং লন্ডনের এম. আর. সি. পি। কলিকাতা মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের প্রথম ভারতীয় অধ্যাপক। প্লীহার উপর তাঁর গবেষণা বিশেষ উল্লেখযোগ্য। ডাঃ কালীধন চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি জীবাণুবিদ্যা বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« মণীন্দ্ৰচন্দ্ৰ সমাদ্দার
« মণীন্দ্ৰচন্দ্ৰ সমাদ্দার
পরবর্তী:
মণীন্দ্ৰনাথ নায়েক »
মণীন্দ্ৰনাথ নায়েক »
Leave a Reply