মণীন্দ্ৰ দত্ত (? — ১৯৪৪) সাহজালনগর-ঢাকা। বহুদিন ধরে বহু দুঃসাহসিক বিপ্লবী কর্মের জন্য প্রায় ৩৫ টি মামলা তাঁর নামে ছিল। পুলিস অনেক চেষ্টা করেও তাঁর কোন সন্ধান পায় নি। অত্যন্ত অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে সরকারের কাছে আত্মসমপণ করে সুচিকিৎসার ব্যবস্থা নিতে পরামর্শ দেন। কিন্তু তিনি আত্মসমৰ্পণ অপেক্ষা মৃত্যুকেই বেছে নেন। মৃত্যুর পর তাঁর দেহ বেওয়ারিশ লাশরুপে চিহ্নিত হয়। বন্ধুরা বহু চেষ্টায় তাঁর মৃতদেহ সৎকার করেন।
পূর্ববর্তী:
« মণীন্দ্রমোহন ঘটক
« মণীন্দ্রমোহন ঘটক
পরবর্তী:
মণীন্দ্ৰ বসু »
মণীন্দ্ৰ বসু »
Leave a Reply