মণীন্দ্ৰচন্দ্ৰ নন্দী, স্যার কেসিআই (২৭-৫-১৮৬০ — ১২-১১-১৯৩০) শ্যামবাজার-কলিকাতা। নবীনচন্দ্ৰ। কাশিমবাজারের রাজাবাহাদুর কৃষ্ণনাথ রায়ের ভাগিনেয় মণীন্দ্ৰচন্দ্ৰ ৩০ মে ১৮৯৮ খ্রী. ‘মহারাজা’ উপাধি-ভূষিত হয়ে মাতুল সম্পত্তির অধিকারী হন। দেশের নানা প্ৰয়োজনে, বিশেষত শিক্ষাবিস্তারের জন্য, তিনি বহু প্ৰতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষকে লক্ষ লক্ষ টাকা দান করেছেন। বাঙলার বৈপ্লবিক কর্মতৎপরতার একজন প্রথম শ্রেণীর পৃষ্ঠপোষক ছিলেন। বহু ছাত্র তাঁর বাড়িতে আশ্রয় পেয়ে শিক্ষালাভ করেছেন। স্বদেশী শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণে এবং বঙ্গভঙ্গ ও রাউলাট বিলের বিরুদ্ধে তিনি সক্রিয় অংশ গ্ৰহণ করেন। তাঁরই যত্নে নভেম্বর ১৯০৭ খ্রী. কমিশবাজারের রাজবাড়িতে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম প্ৰাদেশিক সম্মেলন হয় এবং তাঁরই প্রদত্ত জমির ওপর ও অর্থসাহায্যে পরিষদ ভবন নির্মিত হয়। মাতুলের নামানুসারে ৫০ হাজার টাকা ব্যয়ে বহরমপুরে একটি প্রথমশ্রেণীর কলেজ, সংলগ্ন ছাত্রাবাস ও একটি উচ্চ ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ২ লক্ষ টাকা, বসু বিজ্ঞান মন্দিরে ২ লক্ষ টাকা, বহরমপুর মেডিক্যাল স্কুল স্থাপনের জন্য ৪০ হাজার টাকা এবং বেঙ্গল টেকনিক্যাল স্কুল, মুক বধির বিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতিতেও বহু টাকা দান করেছেন। বঙ্গীয় গভর্নমেন্টের ব্যবস্থাপক সভা এবং ভারত গভর্নমেন্টের ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। কলিকাতা টাউন হলও তাঁরই অর্থে নির্মিত।
পূর্ববর্তী:
« মণীন্দ্ৰচন্দ্র রায়
« মণীন্দ্ৰচন্দ্র রায়
পরবর্তী:
মণীন্দ্ৰচন্দ্ৰ সমাদ্দার »
মণীন্দ্ৰচন্দ্ৰ সমাদ্দার »
Leave a Reply