মণি লাহিড়ী (? – ২৮-৯-১৯৩২) কলিকাতা। বিপ্লবী দলের সভ্য ছিলেন। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক অ্যালফ্রেড ওয়াটসন বিপ্লবীদের বিরুদ্ধে যে-কোন ব্যবস্থা গ্রহণের দাবি জানাত ও বিপ্লবীদের সম্বন্ধে অসম্মানজনক মন্তব্য প্ৰকাশ করত। প্ৰতিবাদে ৫৯৮-১৯৩২ খ্রী. বিপ্লবী দলের অতুল সেন ওয়াটসন হত্যা-প্রচেষ্টায়-মৃত্যুবরণ করেন। তাঁর কিছুদিন পরেই মণি লাহিড়ী ওয়াটসনকে গুলি করার ব্যাপারে অংশগ্ৰহণ করেন। একটা ছাউনি-ঢাকা খোলা-গাড়ী থেকে তিনি ও তাঁর দুই সঙ্গী গাড়ীতে উপবিষ্ট ওয়াটসনের ওপর গুলি ছেড়েন, কিন্তু পুলিসী আক্রমণ এড়াতে গিয়ে তাদের গাড়ী মাঝেরহাটের নিকট এক দুর্ঘটনায় পড়ে। আহত অবস্থায় সঙ্গী সহ দৌড়ে পালাবার সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান।
Leave a Reply