মণিলাল বন্দ্যোপাধ্যায় (১২৯২? — ৩০-৪-১৩৭০ ব)। বাংলা সাহিত্য ও নাট্যজগতের খ্যাতনামা ব্যক্তি। নাট্য-বিষয়ক সাময়িকী ‘নাট্যমন্দির’ এবং ‘সাপ্তাহিক বসুমতী’ পত্রিকার সম্পাদক হিসাবে তিনি যথেষ্ট বৈশিষ্ট্যের পরিচয় দেন। তাঁর রচিত বহু নাটক অভিনীত হয় এবং ‘স্বয়ংসিদ্ধা’ চলচ্চিত্ররূপে দর্শক-চিত্ত জয় করে। কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ‘গিরিশ অধ্যাপক’ নিযুক্ত করেছিলেন।
পূর্ববর্তী:
« মণিলাল গঙ্গোপাধ্যায়
« মণিলাল গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
মণিশংকর মুখোপাধ্যায় »
মণিশংকর মুখোপাধ্যায় »
Leave a Reply