মণিমোহন পাল (১৯০৯ – ৭-১০-১৯৬৮) কৃষ্ণনগর। ঘূর্ণির বিখ্যাত মৃৎশিল্পী পরিবারে জন্ম। খ্যাতনামা ভাস্কর ও মৃৎশিল্পী পিতৃব্য গোপেশ্বর পালের মন্ত্রশিষ্য ছিলেন। মৃৎশিল্পকলার অনুশীলনের সঙ্গে সঙ্গে প্লাস্টার আর পাথরের মাধ্যমে অসংখ্য মূর্তি গড়েছেন। ভাস্কৰ্য-কলার প্রয়োজনে ব্রোঞ্জ ঢালাইও আয়ত্ত করেন তিনি। কলিকাতার গোলপার্কে স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি, কলিকাতায় প্রকাশ্যে প্রতিষ্ঠিত তাঁর আবক্ষমূর্তিগুলির মধ্যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ বসু, বাঘা যতীন, যতীন দাস ও সূর্য সেনের মুখাকৃতির রূপারোপ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« মণি সেন
« মণি সেন
পরবর্তী:
মণিমোহন সেন »
মণিমোহন সেন »
Leave a Reply