মণি বর্ধন (১৯০৫ — ২৭-১২-১৯৭৬) কাদের—ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক হন। খ্যাতনামা নৃত্যশিল্পী। প্রথম জীবনে বাঁশী বাজাতেন, পরে বেতারশিল্পী হন। ভারতের স্থাপত্য ও ভাস্কর্যশিল্পে যে-সমস্ত নৃত্যশৈলীর চিত্র বা মূর্তি খোদিত আছে, তাঁর বৈশিষ্ট্য নিজের ও দলের নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে প্ৰয়াসী ছিলেন। বালী ও জাভা দ্বীপ ভ্ৰমণ করে তাদের নৃত্যধারার সঙ্গেও পরিচিত হন। তা ছাড়া বাঙলা, বিহার, উড়িষ্যা, নেপাল, তিব্বত প্রভৃতি স্থানে গিয়ে বিভিন্ন লোকনৃত্যের ধারা সম্পর্কে অবহিত হন। মধ্য তিরিশে বিভিন্ন রঙ্গমঞ্চে তাঁর নৃত্যকলার বৈশিষ্ট্য দেখিয়ে খ্যাতি অর্জন করেন। তাঁর রচিত ‘বৃহন্নলা নৃত্যনাট্য’টি বিশেষ উল্লেখযোগ্য। নৃত্যের বৈজ্ঞানিক ও কলাতত্ত্ব সম্পর্কেও তাঁর গভীর জ্ঞান ছিল।
পূর্ববর্তী:
« মঞ্জুষ দাশগুপ্ত
« মঞ্জুষ দাশগুপ্ত
পরবর্তী:
মণি বাগচী »
মণি বাগচী »
Leave a Reply