মকরন্দ রায়। শ্ৰীহট্টের ভট্ট-কবিদের মধ্যে মকরন্দ এবং জয়চন্দ্ৰ ভট্ট শীর্ষস্থানীয় ছিলেন। লোকশিক্ষা প্রচারে ভট্ট-কবিদের অবদান যথেষ্ট। তারা মুখে মুখে গান ও কবিতা রচনায় অভ্যস্ত ছিলেন। জয়চন্দ্ৰ পদ্মাপারের রাজনগরের রাজকবি ছিলেন। পদ্মার জলস্রোতে রাজনগরের ধ্বংসলীলা দেখে জয়চন্দ্ৰ আবেগপূর্ণ হৃদয়ে ‘বিষাদ সঙ্গীত’ রচনা করেন।
পূর্ববর্তী:
« মওলানা হাশিম
« মওলানা হাশিম
পরবর্তী:
মখদুম গরীবুল ইসলাম »
মখদুম গরীবুল ইসলাম »
Leave a Reply