ভোলা ময়রা (১৮শ/১৯শ শতাব্দী) কলিকাতা। কৃপারাম। প্রখ্যাত সুরসিক কবিয়াল। পুরা নাম ভোলানাথ মোদক। বাগবাজার অঞ্চলে তাঁর মিষ্টির দোকান ছিল। বাল্যে পাঠশালায় সামান্য লেখাপড়া শিখলেও সংস্কৃত, ফারসী ও হিন্দী ভাষায় তাঁর চলনসই জ্ঞান ছিল। পুরাণাদি ধর্মশাস্ত্রেও কিছু অধিকার ছিল। কবির দল গড়ার আগেও তিনি বহু রসোত্তীর্ণ কবিতা রচনা করেছিলেন। সমাজের ক্রটির প্রতি নির্দেশ করে রচিত এই কবিয়ালের শ্লেষপূৰ্ণ কবিতার বিষয়ে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, ‘বাঙলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তা, হুতুম পেঁচার ন্যায় লেখক এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব বড়ই আবশ্যক’। সে যুগের বিখ্যাত কবিয়াল হরু ঠাকুরের প্রিয় শিষ্য ভোলা ময়রার প্রতিপক্ষ ছিলেন রাম বসু, যজ্ঞেশ্বর দাস প্রমুখ কবিয়ালগণ। কবিয়াল এন্টনি ফিরিঙ্গিও তাঁর সমসাময়িক ছিলেন। হরু ঠাকুর স্বয়ং ভোলা ময়রার গান বেঁধে দিতেন। রসগোল্লার উদ্ভাবক নবীনচন্দ্ৰ দাস তাঁর জামাতা।
পূর্ববর্তী:
« ভৈরবীচরণ
« ভৈরবীচরণ
পরবর্তী:
ভোলানাথ চট্টোপাধ্যায় »
ভোলানাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply