ভোলানাথ রায়, কাব্যশাস্ত্রী (১২৯৮ –- ২৩-১২-১৩৩৯ বঙ্গ) রায়ান-বর্ধমান। নুটবিহারী। খ্যাতনামা যাত্ৰনাট্যকার। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ে যাত্রাপালা রচনায় আত্মনিয়োগ করেন। তাঁর প্রথম নাটক ‘কুবলাশ্ব’। গণেশ অপেরাতেই তাঁর সবচেয়ে বেশী নাটক অভিনীত হয়েছে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী তাকে ‘কাব্যশাস্ত্রী’ উপাধিতে ভূষিত করেন। রচিত নাটক : ‘কালচক্র’, ‘পৃথিবী’, ‘আদিশূর’, ‘জাহ্নবী’, ‘বিন্ধ্যাবলী’, ‘পঞ্চনদ’, ‘ধনুৰ্যজ্ঞ’, ‘জগদ্ধাত্রী’, ‘দাক্ষিণাত্য’, ‘ব্ৰজদৃষ্টি’, ‘প্ৰাণেপ্রাণে’, ‘অজাতশত্রু’, ‘জরাসন্ধা’, ‘ভগ্নপূজা’, প্রভৃতি।
পূর্ববর্তী:
« ভোলানাথ মুখোপাধ্যায়
« ভোলানাথ মুখোপাধ্যায়
পরবর্তী:
মওলানা আতা »
মওলানা আতা »
Leave a Reply